এক নজরে গর্জনিয়া ইউনিয়ন
১। ইউনিয়নের নামঃ ০২নং গর্জনিয়া।
২। আয়তনঃ ২৪.২৮ বর্গ মাইল (প্রায়)।
৩। ভৌগলিক অবস্থানঃ
উত্তরেঃ ঈদগড় ও বাইশারী ইউনিয়ন
দক্ষিণেঃ কচ্ছপিয়া ইউনিয়ন
পূর্বেঃ কচ্ছপিয়া ও দৌছড়ী ইউনিয়ন
পশ্চিমেঃ জোয়ারিয়ানালা ইউনিয়ন এবং কাউয়ারখোপ ইউনিয়ন
৪। লোক সংখ্যাঃ প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার)।
৫। শিক্ষিতের হারঃ প্রায় ২৫%জন।
৬। পরিবারের সংখ্যাঃ ৪৪০০টি প্রায়।
৭। গ্রামের সংখ্যাঃ ৩৩টি।
৮। মৌজার সংখ্যাঃ ৩টি।
৯। কৃষি জমির পরিমানঃ ২৬২৮ একর।
১০। অনাবাদী ভূমির পরিমানঃ ৪৪৯ একর।
১১। পতিত ভূমির পরিমানঃ ৬২ একর।
১২। বন এলাকাঃ ৯২৩৭ একর।
১৩। নদী, খাল, রাস্তা ইত্যাদিঃ ৩৫৫৩ একর।
১৪। নলকূপঃ (ক) গভীর
(খ) অগভীর
১৫। জীবিকার প্রধান উৎসঃ কৃষি।
১৬। শিক্ষা প্রতিষ্ঠানঃ
(ক) সিনিয়র মাদ্রাসাঃ ১টি।
(খ) উচ্চ বিদ্যালয়ঃ ১টি।
(গ) প্রাথমিক বিদ্যালয়ঃ ৭টি।
(ঘ) প্রাথমিক বিদ্যালয় রেজিঃ ১টি।
(ঙ) স্যাটেলাইটঃ ১টি।
(চ) কওমী মাদ্রাসাঃ ১টি।
(ছ) মহিলা মাদ্রাসাঃ ১টি।
(জ) এবতেদায়ী মাদ্রাসাঃ ২টি।
(ঝ) ফোরকানিয়া মাদ্রাসাঃ ৫০টি।
(ঞ) কিন্ডার গার্টেনঃ ১টি
(ট) শিখন স্কুল (কোডেক অর্থায়নে ইউরোপিয় ইউনিয়ন)ঃ ১৮টি।
১৭। মসজিদঃ ৩৬টি।
১৮। হাফেজিয়া মাদ্রাসাঃ ২টি।
১৯। বৌদ্ধ বিহারঃ ১টি।
২০। মন্দিরঃ ৩টি।
২১। সাইক্লোন সেল্টারঃ ৫টি।
২২। স্বাস্থ্য উপকেন্দ্রঃ ১টি।
২৩। ডাকঘরঃ ১টি।
২৪। মসজিদ পাঠাগার ইসলামিক ফাউন্ডেশন অনুমোদিতঃ ১টি।
২৫। ক্লাব/সমিতিঃ ৯টি।
২৬। কাঁচা রাস্তা ৭৫ কিঃমিঃ (প্রায়)।
২৭। উৎপাদিত ফসলঃ ধান,তামাক,মরিচ,আলু,বেগুন,বাদাম,রসুন,ইক্ষু,পান,কলা,লেবু,আম,লিচু,
পেঁপে,কাঠাল,জম্বুরা,আমড়া ইত্যাদি।
২৮। বনজ সম্পদঃ গর্জন, চাপালিশ, সেগুন, গামার, মোচ পাতা, তেলসুর, মেহগনি,
ফুলের ঝাড়ু, কোরাপ পাতা, পিঁড়িলি পাতা ইত্যাদি।
২৯। সেচ পাম্পঃ বড় ২১টি, ছোট ৩০টি।
৩০। সেচ বাধঁঃ ৭টি।
৩১। রাইচ মিলঃ ১২টি।
৩২। কুঠির শিল্পঃ পেরগ্যুয়া, ঝুঁইর, তলই, কঁওর, লাঙ্গল, ঢুল, খারাং, লাই, ডুলা, কুলা,
চালুন, মাছ ধরার ঝাঁকা (চাঁই)।
৩৩। পুকুরঃ ১০০টি।
৩৪। নদীঃ বাঁকখালী, গর্জই খাল, ফারিখাল।
৩৫। হাটঃ নতুন বাজার, মাদ্রাসা বাজার(টাইম বাজার),থিমছড়ী বাজার, বেলতলী বাজার
বটতলা বাজার।
৩৬। পাকা রাস্তা ৬ কিঃলিঃ (প্রায়)।
৩৭। কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ৩টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস