Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

সভার কার্যবিবরণী (আংশিক)
সভার তারিখ- ০৯/০৪/২০১৪ইং
সময়: সকাল ১০ঘটিকা
স্থান : ইউপি সম্মেলন কক্ষ
সভাপতি: তৈয়ব উল্লাহ চৌধুরী
চেয়ারম্যান, ২নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদ,
রামু, কক্সবাজার।
সভার উপস্থিতি: হাজিরা বহিতে সংরক্ষিত
আলোচ্য বিষয়,
(১) বিগত সভার কায্যবিবরনী পাঠ ও অনুমোদন।০
(২) প্যানেল চেয়ারম্যান-১ কে দায়িত্ব অর্পন প্রসঙ্গে।
(৩) বিবিধ
       অদ্যকার সভা অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তৈয়ব উল্লাহ চৌধূরী এর সভাপতিত্বে পূর্ব নির্ধারীত সময়ে ইউপি কায্যালয়ে অনুষ্টিত হয়। সভার শুরুতে সভাপতির আহবানে ইউপি সচিব বিগত সভার কায্যবিবরনী সভাকে পাঠ করিয়া শোনাইলে তাহাতে সংশোধনী না থাকায় তাহা সর্ব সম্মতি ক্রমে অনুমোদন হয়।
প্রস্তাব নং- ২
সভাপতি মহোদয় সভাকে জানান যে তিনি উন্নত চিকিৎসার জন্য আগামী ১১/০৪/২০১৪ইং হইতে ঢাকায় অবস্থান করিবেন। তৎসময়ে ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালনের জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব করেন। চেয়ারম্যান মহোদয় আরো জানান যে, তিনি ঢাকা অবস্থানকালে ইউনিয়ন পরিষদের সার্বিক কাজ কর্ম উনার মৌখিক নির্দেশের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান-১ জনাব নুরুল আলম এমইউপি পরিচালনা করিবেন। শুধু মাত্র আর্থিক হিসাব ছাড়া অন্যান্য সকল দাপ্তরিক কাজ বিভিন্ন সনদপত্র সবই সম্পূর্ণ করিবেন। এমতাবস্থায় উপস্থিত অন্যান্য সকল এমইউপিগণ সম্মতি প্রদান করায় প্যানেল চেয়ারম্যান-১ কে তাহার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য নির্দেশক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচিত চেয়ারম্যান এলাকায় না আসা পর্যন্ত সরকারী পর্যায়ে বিভিন্ন সভায় নির্বাচিত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করিবেন। নির্বাচিত চেয়ারম্যান এলাকায় আসা মাত্র প্যানেল চেয়ারম্যান-১ এর উপর অর্পিত দায়িত্ব আপনা/আপনি বিলুপ্ত হইয়া যাইবে।

অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।