লোহারঝিরি পাড়া গর্জনিয়া ইউনিয়নের উত্তর সীমানায় বড়বিল ১নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত রাখাইন জাতি অধ্যূষিত গ্রাম । এ অঞ্চলের বৌদ্ধ ধর্মাম্বলী জনগোষ্ঠির ধর্মালয় বলতে এ লোহারঝিরি পাড়া বৌদ্ধ মন্দির । লোহারঝিরি পাড়ার রাখাইনদের আগমন মুলত বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে । এ অঞ্চলে ১০০-১৫০ বছর পূর্বে তাদের আগমন ঘটে বলে জানা যায় । এ অঞ্চলের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের সাথে তারা মিলেমিশে বসবাস করে । লোহারঝিরি পাড়া বৌদ্ধ মন্দিরের কারুকাজ এবং এর শৈল্পিক আবেদন বড়ই দৃষ্টি নন্দন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস