Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
লোহারঝিরি পাড়া বৌদ্ধ মন্দির
বিস্তারিত

 লোহারঝিরি পাড়া গর্জনিয়া ইউনিয়নের উত্তর সীমানায় বড়বিল ১নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত রাখাইন জাতি অধ্যূষিত গ্রাম । এ অঞ্চলের বৌদ্ধ ধর্মাম্বলী জনগোষ্ঠির ধর্মালয় বলতে এ লোহারঝিরি পাড়া বৌদ্ধ মন্দির । লোহারঝিরি পাড়ার রাখাইনদের আগমন মুলত বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে । এ অঞ্চলে ১০০-১৫০ বছর পূর্বে তাদের আগমন ঘটে বলে জানা যায় । এ অঞ্চলের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের সাথে তারা মিলেমিশে বসবাস করে । লোহারঝিরি পাড়া বৌদ্ধ মন্দিরের কারুকাজ এবং এর শৈল্পিক আবেদন বড়ই দৃষ্টি নন্দন ।